কাহালুতে তিন জুয়ারু গ্রেফতার, অভিযান অব্যাহত
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির, এস আই নাজমুল হক, মুকুল হোসেন,এ এস আই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গত শনিবার রাতে বীরকেদার জিন্নাহ পাড়া গ্রামের আফাস আলী ওরফে মিলনের বাড়ীর পূর্বে নাগর নদীর পাড়ে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ৩ জন জুয়ারুকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জুয়ারুরা হলেন দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুখান গাড়ীর মান্টু প্রাং এর পুত্র জুয়েল প্রাং (৩৭), একই গ্রামের মৃতঃ সাহেব আলীর পুত্র আব্দুস ছালাম (৫০) ও একই উপজেলার ধোকরকালা গ্রামের মৃতঃ ছায়েদ আলীর আবু হোসেন (৩২)।
কাহালু থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার মহিউদ্দিন জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা হয়েছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান, কাহালু উপজেলাকে মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে প্রয়োজন বোধে থানা পুলিশ দিনে-রাতে অভিযান অব্যাহত রাখবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ