বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র ইউনিয়ন বগুড়ার নানা কর্মসূচি
মহান ভাষা আন্দোলনের পটভূমিতে ১৯৫২ সালের ২৬শে এপ্রিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, বর্তমান "বাংলাদেশ ছাত্র ইউনিয়নের" প্রতিষ্ঠা হয় এবং তা ছিলো এক ঐতিহাসিক প্রয়োজনের পরিণতি। এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনে সূচিত হয় দেশপ্রেমিক ও বিপ্লবী ধারার।
জন্মলগ্ন থেকেই ছাত্র ইউনিয়ন শিক্ষার অধিকর প্রতিষ্ঠা, প্রকৃত গণতন্ত্র কায়েম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রকার শোষণ ও নিপীড়নের অবসান, সাম্প্রদায়িকতা নির্মূল, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র, আধিপত্যবাদী ষড়যন্ত্র ও নয়া ঔপনিবেশিক শোষণের হাত থেকে মুক্তি এবং দেশে একটি সুখী-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন ও আপসহীন লড়াই পরিচালনা করে আসছে। দেশ ও জনগণের স্বার্থে নিবেদিত আমাদের প্রতিষ্ঠান সর্বদাই ছাত্র-জনতার সুখ-দুঃখের সাথী। বাংলাদেশ ছাত্র সমাজের সবচেয়ে সচেতন, অগ্রসর ও সংগ্রামী প্রতিনিধি হিসেবেই আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত।
৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে দেশবাসীকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে বক্তারা বলেন,
"২৬ এপ্রিল স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার সংগ্রাম গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহ্যবাহী লড়াকু সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের অগ্নিগর্ভে জন্মলাভের পর থেকে আজ পর্যন্ত শিক্ষার অধিকার আদায়ের সংগ্রাম, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সন্ত্রাসবিরোধী সংগ্রাম, শিক্ষা বাণিজ্যবিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, নারী নির্যাতনবিরোধী আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন সহ দেশের সকল লড়াই সংগ্রামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরোবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এবং প্রতিটি আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। সাম্প্রতিককালের নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলন এবং করোনাকালীন সময়ে লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদান; স্বাস্থ্যখাতে প্রণোদনা বাড়ানো, সরকারি তত্ত্বাবধানে আইসিইউ শয্যা সংখ্যা বাড়ানো, শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের দাবিতে আন্দোলনসমূহ ছাত্র ইউনিয়নের হাত ধরেই সংঘটিত হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ৭১ এর মার্চে ছাত্র ইউনিয়ন সশস্ত্র সংগ্রামের প্রত্যক্ষ প্রস্তুতি শুরু করে। ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়ন তার সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে অংশগ্রহণ করে। যুদ্ধে অসংখ্য নেতাকর্মী শহিদ হন। বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে ছাত্র ইউনিয়ন ন্যাপ কমিউনিস্ট পার্টির সাথে মিলে গড়ে তোলে দেশের সর্ববৃহৎ গেরিলাবাহিনী। ঢাকার দূর্ধর্ষ ক্র্যাক প্লাটুন, বিভিন্ন সেক্টরের এফ এফ বাহিনী, মেরিন গেরিলা বাহিনী প্রভৃতি ক্ষেত্রে ছাত্র ইউনিয়নের কর্মীরা সবচেয়ে সাহসী ও দক্ষ যোদ্ধার মর্যাদা অর্জন করে।
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে ১৯৭১ সালে যে বাংলাদেশের জন্ম হয় তার স্বপ্ন বাস্তবায়নের পথে বেশি দূর অগ্রসর হতে পারেনি। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে এনে স্বাধীনতার লাল সূর্যকে পরিপূর্ণতা দানের লক্ষ্যে ছাত্র ইউনিয়ন এখনো অবিরাম পথ চলছে।"
৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছেঃ
১. সকাল ৭ টাঃ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন।
৩. সকাল ৯ টাঃ ছাত্র ইউনিয়নের সকল বীর শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ।।
২. বিকাল ৪ টাঃ আনন্দ র্যালি।
৩. বিকাল ৪ টা ৪৫ মিনিটঃ জেলা কার্যালয়ে আলোচনা সভা।

ষ্টাফ রিপোর্টার