শিবগঞ্জে ৩টি ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর, মোকামতলা ও দেউলী ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় বিনা মূল্যে হত দরিদ্রদের মাঝে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে নো মাস্কা নো সার্ভিস এই নির্দেশনাকে কঠোর ভাবে মেনে পর্যায়ে ক্রমে ইউনিয়নের ২২৫ পরিবারের মধ্যে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু এ চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দ্বায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামিউল ইসলাম, ইউপি সচিব হেলাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য ও গুজিয়া কনফিডেন্স স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম, ইউপি সদস্য তোজাম্মেল হক, মোহাম্মাদ আলী, এবিএম শফি উদ্দিন শিফন, চুন্নু মন্ডল, দেলোয়ারা জাহান, জোবায়দা বেগম, উদ্যোক্তা মুক্তার হোসেন প্রমুখ। মোকামতলা ইউনিয়ন পরিষদের ২০৫ পরিবারের মধ্যে ভিজিডি চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান। এসময় উপস্থিত ছিলেন দ্বায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, ইউপি সচিব হেলাল হাফিজ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, দুলাল মিয়া, পান্না মিয়া, রুবেল মিয়া, মরজিনা খাতুন, শাপলা বেগম, হেলেনা বেগম, উদ্যোক্তা ইউসুফ আলী প্রমুখ। দেউলী ইউনিয়ন পরিষদের ১৮৯ পরিবারের মধ্যে ভিজিডি চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, ইউপি সচিব জহুরুল ইসলাম, ইউপি সদস্য শামছুল ইসলাম, জবেদ আলী, একরাম হোসেন, শ্যামলী আক্তার, রেহেনা বেগম, উদ্যোক্তা নাছির উদ্দিন প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি