কাহালুতে ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর দিক-নির্দেশনায় থানার এস আই নাজমুল হক ও এ এস আই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সোমবার সকালে কাহালুর বীরকেদার বারোমাইল বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদ (৫৫)কে আটক করেছেন।
আটককৃত আব্দুস সামাদ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তোজাপাড়া গ্রামের মৃতঃ কায়েস উদ্দিনের পুত্র।
কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির জানান, তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান, কাহালু উপজেলাকে মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে প্রয়োজন বোধে থানা পুলিশ দিনে-রাতে অভিযান অব্যাহত রাখবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি