বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪০হাজার টাকা জরিমানা
বগুড়া জেলার সদর উপজেলার যশোপাড়া নামক স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, কেক, বিস্কুট, সেমাই তৈরি করা হচ্ছে। এছাড়া অগ্রিম উৎপাদনের তারিখ দিয়ে পণ্যের গায়ে লেভেল দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন।
এই সকল অপরাধের জন্য আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি কে ১০,০০০ টাকা এবং রাহী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও সেমাই কারখানা কে ৩০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা। স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

ষ্টাফ রিপোর্টার