পোরশায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর পোরশায় গাঁজাসহ আবুল কালাম(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পোরশা থানা পুলিশ। আটক আবুল কালাম উপজেলার দুয়ারপাল কালিপুকুর গ্রামের আকবর আলীর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বাড়িতে লুকিয়ে রাখা সাড়ে ৭শ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। থানায় একটি মামলা হলে তাকে গতকাল বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি