বিরামপুরে বোরো ধান ও গম সংগ্রহের উদ্বোধন
বিরামপুরের চরকাই খাদ্য গুদামে বুধবার (২৮এপ্রিল) অভ্যন্তরিণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম,পি।
চরকাই খাদ্য গুদামে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রবিউল আলম প্রমূখ।
খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চরকাই খাদ্য গুমামে এবার ১৮শ’ ৮৪ মেট্রিক টন বোরো ধান ও ৩৭ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি