কাহালুতে ৫১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর দিক-নির্দেশনায় থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, এস আই মাহবুব আলম ও এ এস আই প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্স সহ বুধবার সকালে কাহালুর বীরকেদার কাজীপাড়া বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রুহুল আমিন (২৫)কে আটক করেছেন।
আটককৃত রুহুল আমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামো চাকোপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র।
কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির জানান, তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান, কাহালু উপজেলাকে মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে প্রয়োজন বোধে থানা পুলিশ দিনে-রাতে অভিযান অব্যাহত রাখবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ