তারাকান্দায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৩
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় অটোরকিশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১০টায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উপজেলার খিচা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর গুজিরকোনা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে চালক শহীদ মিয়া (৩৩), আলমপুর বালুচর গ্রামের গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল মিয়া (৩২) ও ফখর উদ্দিনের মাসুম মিয়া (৩৬)।
জানা গেছে, বুধবার সকালে চালক শহীদ মিয়া দুর্গাপুর থেকে ধানকাটা শ্রমিক নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা এলাকায় আসতেই নেত্রকোনাগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। স্থানীয়রা দুর্ঘটনায় আহত অপর চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক আহত অপর দুজনের নাম জানা যায়নি।
তারাকান্দা থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক