বিরামপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে হারবেস্টর বিতরণ
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র হারবেস্টর বিতরণ বিরামপুর উপজেলা কৃষি অফিস চত্তরে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, উপজেলার বিনাইল ইউনিয়নের মোঃ মোজাম্মেল হক ও বিরামপুর পৌরসভার মোঃ আব্দুল্লাহ আল মুকতাদির হাতে কুবটা কোম্পানীর তৈরি হারবেস্টরের চাবি প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার নিক্সন চন্দ্র পাল জানান উন্নয়ন সহায়তার (ভর্তুকির আওতায়) কৃষি যন্ত্র হারবেস্টরের মূল্য ৩০ লক্ষ ৫০ হাজার টাকা হলেও কৃষকদের সুবিধার্তে ১৪ লক্ষ টাকা ভর্তুকিতে প্রদান করা হয়।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি