কাহালুর জামগ্রামের মহিষমারা রাস্তায় ইট সোলিং কাজের উদ্বোধন
বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় (পিআইসি) ২০২০-২১ অর্থ-বছরের অর্থায়নে আতাইল-বিজরুল রাস্তা হতে মহিষ মারা কুদ্দুসের বাড়িমূখী রাস্তায় ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
উক্ত রাস্তায় ইট সোলিং কাজের উদ্বোধন করেন জামগ্রাম ইউ পি চেয়ারম্যান মো. আলমগীর আলম (কামাল)।
এ সময় উপস্থিত ছিলেন জামগ্রাম ইউ পির ৭ নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন, সাবেক ইউ পি সদস্য শাহিন আলম, উপজেলা প্রকৌশলী অফিসের সার্ভেয়ার জিয়া, সমাজ সেবক বিলাস, মোখলেছার রহমান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি