আদিবাসী কৃষকের ধান কাটা-মাড়াই করে দিল হিলির ছাত্রলীগ
প্রাণঘাতী করোনার লকডাউনে কর্মহীন দিনমজুর আদিবাসী রঞ্জন টপ্পর দুই বিঘা জমির বোরো ধান কাটা-মাড়াই করে ঘরে তুলে দিলেন দিনাজপুরের হিলির ছাত্রলীগ।
শুক্রবার সকাল থেকে হিলির সাতনীর আদিবাসী উদয়গিরি গ্রামের দিনমজুর রঞ্জন টপ্পর দুই বিঘা জমির ধান কাটা-মাড়াই করে তার ঘরে তুলে দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ধান কাটা-মাড়ায়ে অংশ গ্রহণ করেন, হাকিমপুর (হিলি) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ ছাত্রলীগে কর্মীরা।
আদিবাসী রঞ্জন টপ্প বলেন, নিরুপায় হয়ে ফোনে হিলির ছাত্রলীগের নেতাকে জানায়। পরে আজ সকাল থেকে তারা দলবল নিয়ে আমার সব ধান কাটা-মাড়াই করে দিচ্ছে।
এসময় সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, খবর নিয়ে জানতে পারি গরীব অসহায় কৃষক রঞ্জন টপ্প টাকার অভাবে তার কাঙ্খিত দুই বিঘা জমির ধান কাটতে পারছেন না। বিঘাপ্রতি ধান কাটা-মাড়াই করতে প্রায় সাড়ে ৩ হাজার টাকা লাগছে। মুজিববর্ষে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা এই অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

দিনাজপুর প্রতিনিধিঃ