বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল অটোভ্যান চালকের
বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় অটোভ্যান চালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. সোহরাব হোসেন (৪০)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকার সামছুল হকের ছেলে।
শুক্রবার বেলা দশটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এই এই তথ্য নিশ্চিত করে জানান, পাশের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে মাছভর্তি ড্রাম নামিয়ে দিয়ে সোহরাব হোসেন অটোভ্যানটি নিয়ে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে একইদিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুছড়ে যায়। সেইসঙ্গে ঘটনাস্থলেই ওই ভ্যান চালক মারা যান।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, এ ঘটনায় মামলা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক