প্রকাশিত : ১ মে, ২০২১ ১৬:০৫

শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ১৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ১৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য প্রায় ১৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার ও শনিবার নিজনিজ ইউনিয়নের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

এর মধ্যে শিবগঞ্জ সদর ইউনিয়নে ১ কোটি ৮৩ লক্ষ ২০ হাজার ৫টাকার বাজেট ঘোষণা করা হয়। এবাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সচিব হেলাল উদ্দিনসহ ইউপি সদস্য চুন্নু মিয়া, শিপন, দুলা প্রমূখ। এছাড়াও  রায়নগর ইউনিয়নের ১ কোটি ৭৬ লক্ষ ৬৬ হাজার ৮৭৫ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব রাসেল খান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আবু রায়হান, মোস্তফা কামাল, শাহিনুর ইসলাম, আলী হাসান, শাহিন মিয়া, মোছাঃ রুহিয়া বেগম, ফাতেমা বেগম, কমেলা বেগম, উদ্যোক্তা সাজেদুর রহমান, মুনছুর রহমান প্রমুখ ।

অন্যদিকে বুড়িগঞ্জ ইউনিয়নের ১ কোটি ২৪ লক্ষ ৯৩ হাজার ৩২৬ টাকা উন্মুক্ত বাজেট পেশ করেন অত্র ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ সিদ্দিকুর রহমান পল্টু, ইউপি সদস্য মোঃ শহিদুল আলম, মোঃ বাদেশ আলী, এলিয়াছ ফকির, দুলু মিয়া সরকার, নুর ইসলাম বাবু, মোছাঃ মজিদা বেগম প্রমুখ। অপরদিকে মোকামতলা ইউনিয়ন পরিষদের ১ কোটি ৭৮ লক্ষ ৫৯৬ টাকা উক্ত মুক্ত বাজেট ঘোষণা করেন অত্র ইউপি চেয়ারম্যান মোখছেলার রহমান খলিফা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব এবিএম হেলাল হাফিজ, ইউপি সদস্য আবু হানিফ, আব্দুল জলিল, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, পান্না মিয়া, দুলাল মিয়া, জিল্লুর রহমান, শাপলা বেগম, মর্জিনা বেগম, হেলেনা বেগম প্রমুখ । দেউলী ইউনিয়নের ১ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকা উম্মুক্ত বাজেট পেশ করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই প্রধান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জহুরুল ইসলাম, ইউপি সদস্য শামছুল ইসলাম, মেহেদী হাসান, দুলাল মিয়া, জাহেদ আলী, একরাম হোসেন, রেহেনা বেগম, সাবিনা ইয়াসমিন, দুলাল সরকার। সৈয়দপুর ইউনিয়নের ১ কোটি ১ লক্ষ ৯৫ হাজার ৮৭৪ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন মাহমুদ হোসেন তৌফিক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মামুনুর রহমান, ইউপি সদস্য নবাব আলী, মোস্তাফিজার রহমান, মোত্তালেব হোসেন, আ: লতিফ, শাহনাজ বেগম, রুনা আক্তা বেবি প্রমুখ। মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের ১ কোটি ২৯ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা উন্মুক্ত বাজেট পেশ করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনজালা রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহ আলম, ইউনিয়ন পরিষদ সদস্য দবির উদ্দিন, মুঞ্জু মিয়া, সিদ্দিকুর রহমান, আবু জাফর, দুলাল মিয়া, বাদশা মিয়া, মোজাহার ফকির, মোছাঃ কহিনুর ফকির, নাছিমা বিবি প্রমুখ। পিরব ইউনিয়নে ১ কোটি ৬২ লক্ষ ৯০ হাজার ৬৩৪ টাকা উন্মুক্ত বাজেট পেশ করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক। এসময় উপস্থিত ছিলেন খায়রুল খানম সহ ইউপি সদস্যবৃন্দ। অপরদিকে ময়দানহাট্টা ইউনিয়নের ২ কোটি ৪লক্ষ ৩৯ হাজার ৭শত ৭২ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন উক্ত ইউপি চেয়ারম্যান এসএম রূপম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল মতিন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন নবাব, আবুল কাশেম, আব্দুল কুদ্দুস, পারভীন আকতার, বিউটী বেগম, অসীম মন্ডল, মাসুম বিল্লাহ, মুঞ্জু সরকার। আটমূল ইউনিয়ন পরিষদের ১ কোটি ৫৬ লক্ষ ৪ হাজার টাকা উন্মুক্ত বাজেট পেশ করেন অত্র ইউপি চেয়ারম্যান মোজাফ্ফ হোসেন, এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শহিদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য ইমরান খান, আব্দুল হাকিম, জহুরুল ইসলাম, আনছার আলী, রুজিনা বেগম, লিপি বেগম প্রমুখ। 

অপরদিকে বিহার ইউনিয়ন পরিষদে ১ কোটি ১০ লক্ষ ৫৬ হাজার আটশত দশ টাকা  উন্মুক্ত বাজেট পেশ করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলার রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আলী আজম, খলিলুর রহমান, ইউপি সদস্য মোকলেছার রহমান, সাইফুল ইসলাম, সায়েদ আলী, রোকেয়া বেগম, শান্তনা বেগম প্রমুখ।  

 

উপরে