প্রকাশিত : ৫ মে, ২০২১ ১৫:২৬

বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি

১-৭ মে ২০২১ বাংলাদেশ কৃষক সমিতির দাবি সপ্তাহে কৃষি ও কৃষক বাঁচানোর লক্ষ্যে বিভিন্ন দাবিতে আজ ০৫/০৫/২১ ইং বুধবার সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আলী শেখ।

সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, কৃষক নেতা নিমাই ঘোষ।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুর রহমান, উদীচী নেতা আলী মাহমুদ ফারুক কচি, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ রবিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রান্তিক কৃষক ও গ্রামীণ মজুরদের ক্ষুদ্র ঋণ মওকুফ, হার্ভেস্টার-রিপার মেশিন দিয়ে গরীব কৃষকদের ধান কাটার ব্যবস্থা, প্রকৃত কৃষকের তালিকা হালনাগাদ করে ব্যাংক একাউন্ট ও কৃষি কার্ড প্রদান, লটারি সিস্টেম বন্ধ করে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী ধানের গুদাম নির্মাণ, সরকারি ক্রয় কেন্দ্র চালু, ধান বিক্রির টাকা কৃষককে নগদ প্রদান, মোট উৎপাদনের ২০% ধান সরকারিভাবে ক্রয় এবং জাতীয় বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উপরে