প্রকাশিত : ৫ মে, ২০২১ ১৫:২৮

কাহালুতে ১৬ হাজার ৫’শ ৪০ জন উপকারভোগী পাবে নগদ টাকা

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে ১৬ হাজার ৫’শ ৪০ জন উপকারভোগী পাবে নগদ টাকা

বগুড়ার কাহালু উপজেলার ৯টি ইউনিয়নে ১৫ হাজার ও কাহালু পৌরনভার ১ হাজার ৫’শ ৪০ জন অতি দরিদ্র  ও হতদরিদ্র পরিবার ঈদুল ফিতরে ভিজিএফ কার্ডের অনুকুলে এবং মানবিক সহায়তা হিসেবে ৯টি ইউনিয়নে ও পৌরসভায় পাবেন নগদ টাকা। জানা গেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত অর্থ থেকে ঈদুল ফিতর উপলক্ষে কাহালু উপজেলার ৯টি ইউনিয়নের ও পৌরসভায় ৭৪ লাখ ৪৩ হাজার টাকা। পরিবার প্রতি ৪’শ ৫০ টাকা করে পাবেন। কাহালু পৌরসভার ১ হাজার ৫’শ ৪০ জন উপকারভোগী প্রতিটি পরিবার ৪’শ ৫০ টাকা করে মোট ৬ লাখ ৯৩ হাজার টাকা পাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান। কাহালু উপজেলার ৯টি ইউনিয়নের ১৫ হাজার উপকারভোগী প্রতিটি পরিবার ৪’শ ৫০ টাকা করে মোট ৬৭ লাখ ৫০ হাজার টাকা পাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। এছাড়াও কাহালু উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৫ হাজার উপকারভোগী প্রতিটি পরিবার ২ হাজার ৫’শ টাকা করে মোবাইল ফোনে পাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।

উপরে