প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৭:১০

সাপাহারে জমে উঠেছে ঈদের বাজার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে জমে উঠেছে ঈদের বাজার

“ঈদে চাই নতুন পোশাক”। নওগাঁর সাপাহারে করোনার মধ্যেও রমজানের শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদরের লাবনী সুপার, নিউ মার্কেট, জনতা মার্কেট সহ উপজেলা সদরের তিলনা রোডে চেয়ারম্যান টাওয়ারে “ঢাকাইয়া ঈদ বাজার” মার্কেটে ঈদ উপলক্ষে কাপড়, কসমেটিক্স, সিটিগোল্ড ও কুকারিজ মালামালের বিসাল সমাহার দেখা গেছে।

শপিং মল থেকে শুরু করে ফুট পাতের দোকান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভির লক্ষ করা গেছে।

সাধ আর সাধ্যের মধ্যে প্রিয়জনের উপহার কিনতে ধনী ও মধ্যবিত্তদের পাশাপাশি কেনা কাটায় ব্যস্থ্য সময় পার করছেন নিন্মবিত্তরাও।

একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শিশু ও উঠতি বয়সের ছেলে মেয়েদের পোশাকের প্রতি চাহিদা একটু বেশী। আকৃষ্ট করেছে দেশীয় পণ্য টাঙ্গাইল শাড়ি, জামদানী, মনীপুরী, বালুচুরী শাড়ি ইত্যাদি।

তাছাড়া জুতা সেন্ডেলের দোকানেও ভিড়ের কমতি নেই, নারীদের উপস্থিত বেড়েছে কসমেটিক্সের দোকান গুলোতে।

তবে করোনাকালীন সময়ের জন্য বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষেরা। তাদের শেষ আশ্রয় ফুটপাতের দোকান গুলো।

উপরে