সৈয়দপুরে তিন দিনে ১৭৫০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান
নীলফামারীর সৈয়দপুরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বেওয়ারিশ ও পোষা কুকুরের টিকাদান কর্মসূচি ( ৩য় রাউন্ড) -২০২১ শুরু হয়েছে। দেশব্যাপী ব্যাপকভাবে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির (এমডিভি-তৃতীয় রাউন্ড) আওতায় গত ৫ মে থেকে সৈয়দপুরেও ওই টিকাদান কার্যক্রম চলছে। গত তিন দিনে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে এক হাজার ৭ শ’ ৫০টি কুকুরকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।
কুকুরকে জলাতঙ্ক টিকাদান কর্মসূচির প্রথম দিনে গত ৫ মে সৈয়দপুর উপজেলায় মোট ৬৮৪ টি কুকুরের মধ্যে জলাতঙ্ক টিকাপ্রাপ্ত কুকুরের সংখ্যা ৫৭২টি । আর টিকা অপ্রাপ্ত কুকুরের সংখ্যা ১১২টি। সে হিসেবে টিকাপ্রাপ্ত কুকুরের হার ৮৩%।
গত ৬ মে ৭৩০ টি কুকুরের মধ্যে টিকাপ্রাপ্ত কুকুর ৬২৪টি। আর অপ্রাপ্ত কুকুর ১০৬টি।সে হিসেবে টিকাপ্রাপ্ত কুকুরের হার ৮৫%।
আর গত শুক্রবার ৬৫০টি কুকুরের মধ্যেটিকাপ্রাপ্ত কুকুরের সংখ্যা ৫৫৪টি এবং টিকা অপ্রাপ্ত কুকুরের সংখ্যা ৯৬ টি। সে হিসেবে টিকাপ্রাপ্ত কুকুরের হার ৮৫%।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচদিন ব্যাপী এ জলাতঙ্ক টিকাদান কর্মসূচি চলবে ৯ মে পর্যন্ত। উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ২০ টি টিকাদান টিম কাজ করছে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভায় পাঁচটি টিম এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটিতে তিনটি করে ১৫টি টিম কাজ রয়েছে। প্রতিটি টিমে দুইজন স্থানীয় কুকুর ধরার লোক, একজন দক্ষ কুকুর ধরার লোক, একজন ডাটা কালেক্টর ও একজন ভ্যান চালক নিয়োজিত রয়েছেন। আর এমডিভি সুপারভাইজার সহায়তাকারী হিসেবে কাজ করছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: