কাহালুর পাইকড় ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
শনিবার বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও (ভিজিএফ এর পরিবর্তে ) নগদ অর্থ বিতরণ করা হয়।
উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পির চেয়ারম্যান মো. মিটু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পাইকড় ইউ পির সচিব তাজুল ইসলাম, ইউ ি প সদস্য হাফিজার রহমান বোস্তামী, সোলাইমান মাষ্টার, আলী আহসান নুর পাপ্পু, সৈয়দ আলী, ওমর আলী, আজমল হোসেন, খোরশেদ আলী, কাজী সরোয়ার, জাকিয়া সুলতানা মিষ্টি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি