বগুড়ায় করোনা উপেক্ষা করেই চলছে ঈদ মার্কেটের কেনাবেচা
শেষ মুহুর্তে ঈদ উপলক্ষ্যে বগুড়ার মার্কেটগুলোতে ক্রেতাদের ভীড় ক্রমেই বাড়ছে। বিশেষ করে শহরের নিউ মার্কেটে অনেক ক্রেতা কোন স্বাস্থ্যবিধি ছাড়াই ঈদ মার্কেট করছেন। তবে বড় বড় শপিংমলগুলোতে ক্রেতাদেরকে কর্তৃপক্ষ বাধ্য করছেন স্বাষ্থ্যবিধি মানার। সেখানে তুলনামুলকভাবে ক্রেতার সংখ্যাও কম।
তবে নিউ মার্কেটগুলোতে ক্রেতা এবং বিক্রেতা কারো মাঝেই নেই মহামারি করোনার সতর্কতা। মার্কেটে স্বাস্থ্যবিধি’র বিষয়ে প্রশাসনেরও নেই কোন তদারকি। সব মার্কেটের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও কেউ তা মানছেন না। শহরের নিউ মার্কেট, হকার্স মার্কেট, শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট, রানার প্লাজাসহ পোশাকের বিভিন্ন শো-রুমে গিয়ে দেখা গেছে এসব চিত্র।
মার্কেটের লেডিস কর্ণার শপে গিয়ে দেখা গেলো গাদাগাদা ভীড়।এছাড়া জুতার দোকানগুলোতে একই অবস্থা। বিক্রেতারা ঠিকমত ক্রেতাদের সাথে কথা পর্যন্ত বলতে পারছেন না। দোকানদাররা জানান, ক্রেতারা আসছে, দেখছে। কেউ কিনছে আবার কেউ না কিনে চলে যাচ্ছে। তাদেরু ত্রাহি অবস্থা। তবে ইতোপূর্বের ঈদ মার্কেটে বগুড়ার বাইরে থেকে বিশেষ করে জয়পুরহাট, গাইবান্ধা, সিংড়ার প্রচুর ক্রেতা আসতেন। কেনাকাটা করতেন। কিন্তু লকডাউনের কারণে এবার শুধু বগুড়ার ক্রেতারাই বেশি।একারনে বিক্রিও কম হচ্ছে।

ষ্টাফ রিপোর্টার