বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন
বগুড়া জেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউল হক।
আজ রবিবার বেলা ১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রাজাবাজার শ্রমিক সমিতি ও এস.পি.জি.আর.সি,বগুড়া এর মোট ১৮১ জন ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপহার সামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা ও বণ্টনের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জান্নাতুল নাইম,জনাব খালিদ বিন মনসুর,জনাব আতাহার শাকিল ও জনাব সজিব মিয়া।
এসময় মান্যবর জেলা প্রশাসক জনাব মো: জিয়াউল হক স্যার বলেন, "করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবাই মাস্ক পড়ুন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলুন।" তিনি সমাজের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি