সৈয়দপুরে বোরো ধান চাষীদের অনলাইনে কৃষক বাছাই লটারী সম্পন্ন
নীলফামারীর সৈয়দপুরে বোরো ধান চাষীদের অনলাইনে কৃষক বাছাই লটারী সম্পন্ন হয়েছে। রোববার সৈয়দপুর উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি উপজেলা পরিষদ মিলনায়তনে ওই লটারীর আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. নাসিম আহমেদ। স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো. তৌহিদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, খাদ্য পরিদর্শক ও সৈয়দপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরীন, খাদ্য পরিদর্শক মোছা. নাজমুন নাহার চৌধুরী, জনপ্রতিনিধি, সাংবাদিক শিক্ষক, উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক নুরে রাহাদ রিমন অনলাইনে লটারী পরিচালনা করেন। প্রথম ধাপে ৫৬৫ মেট্রিন টন বোরো ধান সংগ্রহের জন্য ৪০৭ জন বোরো চাষীকে অনলাইন লটারীর মাধ্যমে বাছাই করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারে দেশের ১১০টি উপজেলায় পাইলট প্রকল্পের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চলতি বোরো ধান-চাল সংগ্রহের জন্য গত ১০ এপ্রিল থেকে অ্যাপ/অনলাইনে কৃষক নিবন্ধন আবেদন শুরু হয়। চলবে আগামী ১০ মে পর্যন্ত। আর এ জন্য অ্যাপ/ অনলাইনে ১ হাজার ৪৪৩ জন কৃষক নিবন্ধন আবেদন করেন। তন্মধ্যে ১ হাজার ২১৬টি নিবন্ধন গৃহিত হয়। আর এবারে উপজেলায় ১ হাজার ১৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের বরাদ্দ মিলেছে।গতকাল রোববার প্রথম ধাপে ৫৬৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের বিপরীতে অ্যাপ / অনলাইনে নিবন্ধনকৃত অনুমোদিত বোরো ধান চাষীদের অনলাইনে কৃষক বাছাই লটারীতে ৪০৭ জন কৃষককে বাছাই করা হয়। এ সব কৃষকরা প্রত্যেকে সর্বনিম্ন ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত বোরো ধান খাদ্য বিভাগের মাধ্যমে এলএসডিতে দিতে পারবেন। অনলাইনে নিবন্ধন ছাড়াও কৃষকরা কৃষি বিভাগের প্রত্যায়নপত্র নিয়ে স্থানীয় খাদ্য গুদামে গিয়েও বোরো ধান দিতে পারবেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি