বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় ফিরোজা বেগম (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (০৯মে) দুপুরের পর স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরআগে একইদিন বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার শেরুয়া বটতলা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় আহত হন তিনি।নিহত ফিরোজা বেগম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের রফিকুর ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাচ্ছিলেন বৃদ্ধা ফিরোজা বেগম। এসময় ঢাকাগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ওই বৃদ্ধাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা করেন। তবে ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালক-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে জানান।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি