বগুড়ায় ২’শ পরিবারের ঘরে ঈদসামগ্রী পৌঁছে দিলেন সামিউল হক
কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মাঝেই পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বগুড়ায় শনিবার রাতে শহরের সেউজগাড়ি, মালগ্রাম, কলেজপাড়াসহ আশেপাশের প্রায় ২’শ পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদসামগ্রী পৌঁছে দিয়েছেন তরুণ সমাজসেবক সামিউল হক।
সর্বশেষ বগুড়া পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের এই তরুণ কাউন্সিলর প্রার্থী করোনার ২য় ঢেউয়ে শুভাকাঙ্খীদের সহযোগিতায় ৩য় দফায় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে লাচ্ছা-সেমাই, দুধ, চিনি ইত্যাদি। এর আগে প্রদান করা হয়েছে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, বুট, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় নানা দ্রব্যাদি যা পেয়ে এলাকার অসহায় মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেছেন। এলাকাবাসীর অধিকাংশ মানুষই বলছেন, ভোটের রাজনীতিতে সবাই ব্যস্ত থাকলেও ভোটের পরে আর কে কার খোঁজ নেয় কিন্তু সামিউল করোনাকালে শুরু থেকেই সাধারণ মানুষের পাশে ছিল এবং এখনো আছে যাতে এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে তরুণ এই সমাজসেবকের কর্মকান্ড। বিতরণ কার্যক্রমে সামিউলের সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহর সেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ রায় সঞ্জিত, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রাফসান রাফাত, ঠিকাদার মুশফিকুর রিয়াদ, ছাত্রলীগ নেতা মুহাইমিন নিরব, ফুড প্লানেট এর সত্ত্বাধিকারী মাহিন ইমাম, নূর মোহাম্মদ সাব্বির প্রমুখ। মানবিক এই কার্যক্রম প্রসঙ্গে সামিউল হক বলেন, দেশের এই ক্রান্তিকালে সকলেরই উচিত একে অপরের পাশে দাঁড়ানো। নিজের ব্যক্তিগত এই উদ্যোগে তিনি যে শুভাকাঙ্খীদের সহযোগিতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ মানুষের কল্যাণে সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ষ্টাফ রিপোর্টার