বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু
বগুড়ায় করোনা সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আর গত ১০ দিনে মারা গেছেন ৯ জন।
সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ১৭৩টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪০ জন। মারা গেছেন দুই নারীসহ তিনজন।
এনিয়ে বগুড়ায় করোনায় মারা গেলেন ৩০৪ জন। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১৩২ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫৫৬ জন।

অনলাইন ডেস্ক