রাজশাহীর সাবেক সাংসদ এর মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগের শোক
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মিরাজ মোল্লা(৭৬) গত ৯/৫/২০২১ রাত্রি১০ ঘটিকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে দল একজন সৎ, ত্যাগী, পরীক্ষিত ও আদর্শিক রাজনীতিবিদের চিরবিদায় হল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবার- পরিজন, সহকর্মী, গুনগ্রাহী, শুভানুধ্যায়ী সহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ষ্টাফ রিপোর্টার