জয়পুরহাটে অসুস্থ ও অসহায় নেতার পাশে দাড়ালেন আ’লীগ নেতা জাকির
জয়পুরহাটের প্রবীণ আওয়ামী লীগ নেতা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য মহিম চন্দ্র হেব্রম অসুস্থ হয়ে প্রায় ১১ বছর থেকে বিছানাগত। স্মৃতিশক্তিহীন এই প্রবীণ নেতা চলাফেরা ও কথা বলতে পারেন না। অস্বচ্ছলতার কারণে তার পরিবারও তার ঠিকমতো চিকিৎসা করতে পারছেনা।
এমন অবস্থায় সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল তার নিজ তহবিল থেকে এই প্রবীণ নেতার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা, সেমাই, চিনি, তেল, দুধ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন তার পরিবারের মাঝে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাদুয়াল মামুন চপল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কৃষিবিদ তুহিন কবীর, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, যুবলীগ নেতা কাবীর চৌধুরী, মোস্তাক প্রমুখ
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল জানান, মহিম চন্দ্র হেব্রম জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন। তিনি অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানাগত রয়েছেন। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। তাই জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমি আমার সাধ্যমত তার পাশে দাড়িয়েছি। জয়পুরহাটের অন্যান্য নেতারা যদি দুঃসময়ের ত্যাগী এসব অসহায় নেতাদের পাশে এসে দাড়ায় তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

জয়পুরহাট প্রতিনিধি