বগুড়া ১১ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ
কোভিড ১৯ ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে এবং মাহে রমজান ও ঈদ-উল-ফিতর এর উপলক্ষে সেনাবাহিনী প্রধান এর নিদের্শনায় বগুড়া ১১ পদাতিক ডিভিশন সেনানিবাসের আশেপাশের এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছে।
এরই অংশ হিসেবে আজ বগুড়া সেনানিবাসের নিকটবর্তী বীরগ্রাম এলাকার কর্মহীন ও ছিন্নমূল ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এই কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আটা, ছোলা, ও লবন সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।
এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়া এরিয়ার ১১ আটিলারীর ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সেনাবাহিনীর উদ্ধর্তন কর্মকর্তাগণ। করোনায় পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ১১ পদাতিক ডিভিশন এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ষ্টাফ রিপোর্টার