পঞ্চগড়ের দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
পঞ্চগড়ে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষতিগ্রস্থ দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের মাঠে ত্রাণ সহায়তা কর্মসূচি উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম।
এসময় পঞ্চগড় সদর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমাতুন নেহার, সদর উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলার ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন তেল, সেমাই ও চিনি তুলে দেয়া হয়। একই দিনে পঞ্চগড় জেলার অন্য চার উপজেলাতেও ৫০ জন করে আরও দুইশ জনের মাঝে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

পঞ্চগড় প্রতিনিধি