ঈদ উপহার, টাকা পেলো হিলি বন্দরের ৫০০ শ্রমিক
৫০০ শ্রমিকদের ঈদের খাদ্য সামগ্রী বাবদ নগদ অর্থ উপহার দিয়েছেন দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল)।
বুধবার দুপুর ২ টায় হিলি পানামা পোর্টের ১ং গেটে ৫০০ টাকা করে প্রতিটি শ্রমিকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, প্রাণঘাতী করোনার কারণে আমরা স্বাস্থ্য বিধি অনুযায়ী চলছি। পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপালের নির্দেশে প্রতি বছরের ন্যায়, এবছরেও আমরা পোর্টের ৫০০ জন লেবারদের মাঝে ৫০০ টাকা ঈদের খাদ্য সামগ্রী বাবদ বিতরণ করলাম।
উপহার পেয়ে খুশি শ্রমিক আশরাফুল আলী, তিনি বলেন, আমরা প্রতি বছর দুই ঈদে পোর্টের মালিকের নিকট ঈদ খরচ পাই। আমরা খুব খুশি।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ