হিলি চেকপোস্ট দিয়ে আসবে পাসপোর্টধারী যাত্রীরা, পরিদর্শনে প্রশাসন
আগামী ১৬ মে ভারত থেকে আসতে শুরু করবেন পাসপোর্ট ধারী যাত্রীরা। এই উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন, চেকপোস্ট পরিদর্শন করেন উপজেলার সকল প্রশাসন। ভারত থেকে যাত্রীরা কিভাবে এই চেকপোস্টে প্রবেশ করবেন এবং তাদের কিভাবে কোথায় রাখা হবে, বিভিন্ন স্থান, বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্টের প্রবেশ পথ, ইমিগ্রেশন, টানেল মেশিন এবং ১৪ দিন কোথায় তাদের রাখা হবে, এই স্থান পরিদর্শন ও আলোচনা করেন তারা।
হিলি শুণ্যরেখায় চেকপোস্টে ভারত হিলি ইমিগ্রেশন ওসি, সেদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এবং দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবির সাথে পাসপোর্ট ধারী যাত্রীদের নিয়ে কথা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তৌহিদ আল হাসান, হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী।

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি