পঞ্চগড়ের বোদায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন করল একুশ স্মৃতি পাঠাগার
পঞ্চগড়ের বোদায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন করলো একুশ স্মৃতি পাঠাগার। গত শনিবার রাতে স্বাস্থ্য বিধি মেনে পাঠাগার মিলনায়তনে অর্ধশতাধিক শিশুকে নিয়ে ঈদ আড্ডায় মেতে উঠেন পাঠাগারের সদস্যরা। সারা দেশে করোনায় নিহত ব্যক্তি ও সম্মুখ সারির করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শিশুদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পাঠাগার মিলনায়তন।
একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলনের সভাপতিত্বে উক্ত ঈদ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী সমাজ কর্মী ও হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সাইফুল ইসলাম শান্তি। অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মনিশঙ্কর দাশ গুপ্ত, এ টি এম শাকিল আবির বাধন, রাহুল ঘোষ, আনিসুর রাহমান, টি এম মনোয়ার হোসেন, কবি সুমন, ব্যবসায়ী কামরুল ইসলাম, মেরিনা আক্তার, ইভা ও পিউসহ গন্যমান্য ব্যক্তিরা।একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলন বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ঘরে থাকা শিশুদের মানসিক প্রশান্তি জন্য আমরা এই ঈদ আড্ডার আয়োজন করেছি। ঈদ আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার পর আগত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি