খানাখন্দেভরা হিলি বন্দর সড়ক,ঘটছে দুর্ঘটনা
দিনাজপুরের হিলি স্থলবন্দরের সড়কগুলো খানাখন্দেভরা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতি বছর কয়েকশ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার, কিন্তু নেই এই বন্দর সড়কগুলির উন্নতি। এমনটিই অভিযোগ স্থানীয় ও ভুক্তভোগীদের।
হিলি বন্দরের সড়কগুলো ঘুরে দেখা গেছে, ভারত থেকে প্রবেশ পথ চেকপোস্ট থেকে বন্দর গেট, চারমাথা মোড় থেকে দক্ষিণে মহিলা কলেজ এবং সিপি থেকে ধরন্দা ফকিরপাড়া সড়কগুলোর বেহাল দশা। ছোট-বড় খানাখন্দে ভরা এই রাস্তা। প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে বাস, ট্রাক, কোচ, ট্রাক্টর, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, অটোবাইক, বাইসাইকেল, রিকশা-ভ্যান ও মোটরসাইকেল।
বিশেষ করে সিপি থেকে ধরন্দার সড়কটির অবস্থা সূচনীয়। কয়েক দিনের ভারি বর্ষণে সড়কটি ভেঙে কোথাও এক হাটু গভীর খাদে পরিণত হয়েছে। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। পানিতে উঁচু-নিচু সমান, এতে করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সব ধরনের যানবাহন।
জানা যায়, প্রতিদিন সেই স্থানটি পার হতে প্রতিটি যানবাহন কম-বেশি ক্ষতিতে পড়তে হচ্ছে। ভারি ওজনের গাড়িগুলো সেখান ফেঁসে যাচ্ছে। ঈদের দিন দুপুরে একটি অটোরিকশা উল্টে ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এমন দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী, ঐসড়ক দিয়ে যাওয়া-আসা যানবাহনগুলোর।
এদিকে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো বন্দর গেটে প্রবেশের রাস্তায় ঝুঁকিতে আসছে। ভারি ওজন থাকায় মাঝেমধ্যে খাদে ফেঁসে যাচ্ছে। আবার গাড়ি ভেঙে পড়ে থাকছে ঘন্টার পর ঘন্টা। প্রশ্ন তাদের, এই দুর্ভোগের শেষ কোথায়?দিনাজপুর গামী ধান বোঝায় ট্রাকচালক জাকির হোসেন বলেন, বাংলাদেশের বিভিন্ন সড়কে যাতায়াত করেছি, এমন বিপদ জনক সড়কের কবলে পড়িনি। এই ধরন্দার রাস্তা এতো খারাপ তা ভাষায় প্রকাশের নেই। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
দিনাজপুর গামী বাস চালক রেজাউল করিম বলেন, দিনে দুই বার আসা-যাওয়া করতে হয় হিলিতে। কিন্তু হিলির যে রাস্তা, তাতে টেনশনেই থাকতে হয়। ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে থাকতে হয়। খানাখন্দে ভরা স্থানগুলো পাড় হতে ভয় লাগে।একজন অটোরিকশা চালক রবিউল ইসলাম বলেন, হিলি থেকে বিরামপুরে ভাড়া মারি। তিন চাকার গাড়ি আমার, একটু উঁচু নিচু হলেই উল্টে যায়। কয়েকদিন আগে এই ধরন্দায় আমার গাড়ি উল্টে আমি সহ যাত্রীরা আহত হয়েছিলাম।
ভ্যানচালক আশাদুল ইসলাম বলেন, হারা গরীব মানুষ, পেটের দায়ে ভ্যান চালায়। এই আস্তা(রাস্তা) দিয়ে হামাক সব সময় লোক নিয়ে যাবা নাগে। আস্তার যে অবস্থা হচে, কখন যে কি হয়? সেদিন চার জন মেয়ে মানুষ নিয়ে যাবার সময় ভ্যান মোর উল্টে গেলি। মিচ্চেনার (অল্পের) জন্য কেউ মরেনি।একজন মোটরসাইকেল আরোহী বলেন, যত খাদ আর পানি, বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে রাস্তাটি পার হবো। দেখছি বড় বড় খাদের তৈরি হয়েছে। একবার পড়ে গেলে অবস্থা খারাপ হবে।
স্থানীয় নয়ন শেখ বলেন, আমাদের এই সড়কের যে অবস্থা, তাতে চলাফেরা একেবারে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এখান দুর্ঘটনা ঘটছে। গতকাল একটি অটোরিকশা ও মোটরসাইকেল খাদে পড়ে তারা সবাই আহত হয়েছেন। আমি নিজেও মোটরসাইকেল নিয়ে প্রতিনিয়ত বিপদ নিয়ে যাতায়াত করছি।স্থানীয় জাহিদুল নামের একজন যুবক ক্ষিপ্ত হয়ে বলেন, আমাদের হিলির রাস্তা-ঘাট জীবনেও ভাল হবে না। মিডিয়া হাজারও ছবি তুলুক না কেন, কোন লাভ নেই।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, আমি হিলির খানাখন্দে ভরা সড়কগুলোর কথা দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। তিনি আশ্বস্ত করেছেন, সোমবার থেকে সড়কগুলোর সংস্কারের কাজ শুরু করবেন।হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, ধরন্দার বেলী ব্রীজ থেকে সড়কটির টেন্ডার হয়ে গেছে, দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে।
দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাব-ইন্জিনিয়ার হাফিজ রহমান জানান, আমি দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্দেশ পেয়েছি। হিলির যে সব সড়কগুলো খানাখন্দে ভরে গেছে অচিরে মেরামত শুরু করবো।এবিষয়ে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী কর্মকর্তা সুনীতি চাকমা জানান, হিলি একটি স্থলবন্দর, এই বন্দরের সড়কগুলোকে ঢালায়ের মাধ্যমে উন্নত সড়ক তৈরির কাজ আমরা হতে নিয়েছি। তবে আপাতত বর্ষায় যে সমস্ত সড়ক খানাখন্দে ভরে গেছে সেগুলো চলার মতো কাল-পরশুই মেরামতের কাজ শুরু করবো।

হিলি দিনাজপুর প্রতিনিধি