ড. ফজলুল আলম মহড়া কক্ষের শুভ উদ্বোধন
অদ্য সন্ধ্যা ৬ টায় অ্যামবিশন কার্যালয় বগুড়ায় বিশিষ্ট সংস্কৃতজন ড. ফজলুল আলম মহড়া কক্ষের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রকর বেলাল উদ্দিন আহমদ। ড. ফজলুল আলম ছিলেন অ্যামবিশনের উপদেশক। একাধারে তিনি সংস্কৃতি গবেষক, লেখক, উপস্থাপক ও নাট্যকার। বিশিষ্ট সংস্কৃতজন ড. ফজলুল আলম ১৯৪১ সালে ১১ ফেব্রুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সাল ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মঞ্চ অভিনেতা সাদেকুর রহমান সুজন, এটিএন নিউজের উত্তরবঙ্গেও ব্যুরো প্রধান চপল সাহা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠন বগুড়া জেলা শাখার জয় দাস।
অনসন্ধিৎসু নাটকের দল প্রাকৃতজন এবং শিশু-কিশোর নাটকের দল অ আ ক খ এর অধিকর্তা সেলিম রেজা সেন্টু মহড়া কক্ষে নতুন নাটক মঞ্চায়ন নিয়ে শুভেচ্ছা কথন উপস্থাপন করেন। সংস্কৃতিকর্মীদের করোনাকালীন সময়ে সচেতন থাকতে বলেন সমন্বয়কারী সুফিয়া বেগম শেলী।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাকৃতজনের সমন্বয়কারী আব্দুল মোমিন ও অ আ ক খ এর সমন্বয়কারী লোমানুর ইসলাম জুয়েল।

ষ্টাফ রিপোর্টার