শহীদ মোখলেছুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী
হৃদয়ের মেলবন্ধন, ভালোলাগার অনুভূতি, আনন্দঘন পরিবেশে মানস পটে ভেসে উঠা স্মৃতিগুলোর বহিঃপ্রকাশের মধ্য দিয়ে শনিবার দিনব্যাপি বগুড়ার শাজাহানপুরের ডেমাজানিতে শহীদ মোখলেছুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৯ এর ঈদ পুনর্মিলনী উৎসব এক প্রাণের মিলনমেলায় পরিণত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রবীণ কৃতি ছাত্র একেএম আসাদুর রহমান দুলু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘‘দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়ে, ঘর হতে দু‘পা ফেলিয়ে, একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু’’। অর্থ্যাৎ আমরা প্রতিনিয়ত সহযোগিতা করে থাকি বিভিন্নভাবে বিভিন্ন এলাকায়। এতে আমার এলাকায় বঞ্চিত হতে পারে। স্ব-স্ব অবস্থান থেকে নিজ এলাকা নিজ গ্রাম ও নিকট আত্মীয়-স্বজনকে সহযোগিতা করলে দেখা যাবে কেহই বঞ্চিত হবে না। ফলে গোটা দেশে অভাবগ্রস্থ মানুষের সংখ্যা আরো লাঘব হবে। এ প্রাচীনতম ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ-৯৯ যে উদ্যোগ গ্রহন করেছে তা মহৎ ও প্রশাংসার দাবী রাখে। প্রতিষ্ঠানের শুরু হতে অদ্যাবধি সকল এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী ও প্রাণের মিলন মেলা শুরু হলে এটি প্রতিষ্ঠানের জন্য হবে রোল মডেল, যা শুধুমাত্র বিশাল জনসমুদ্রে পরিণত হবে না শেকড় হতে শিখরে পৌঁছাতে সক্ষম হবে। এ বিশাল জনগোষ্ঠীর একটু খানি সহযোগিতা প্রতিষ্ঠানের পিছিয়ে পড়া প্রবীন শিক্ষার্থীদের স্বচ্ছলতা এনে দিতে পারে। এটি বাস্তবায়নে সবচেয়ে বেশি প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি। একজন ভাল ও আলোকিত মানুষ হিসেবে গড়তে ইচ্ছা শক্তির বিকল্প নেই।

ষ্টাফ রিপোর্টার