কাহালুতে নিষিদ্ধ ৭১ পিচ ট্যাপেন্টাডল সহ ফার্মেসীর মালিক আটক
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাহালু স্টেশন রোডে ওয়াদুদ ফার্মেসীতে বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ৭১ পিচ ট্যাপেন্টাডল, ১টি মোবাইল ফোন, ২টি শীমকার্ড ও নগদ ১ হাজার টাকা জব্দ সহ ফার্মেসীর মালিক রাকিব রায়হান রাজ(২৬)কে আটক করেছে।
আটককৃত রাকিব রায়হান রাজ সাগাটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র। বুধবার র্যাব-১২ বগুড়া অফিসের নায়েক সবিদার রাজু আহম্মেদ বাদী হয়ে তার বিরুদ্ধে কাহালু থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
কাহালু থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার মো. হাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে র্যাবের নায়েক সবিদার রাজু আহম্মেদ মামলা দিয়েছে এবং তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি