কাহালুতে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও
বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে পৌর এলাকার উলট্র মাঠে ২০ বর্গমিটার কাটারীভোগ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যন আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কসিশনার (ভুমি) মো. রিদওয়ানুর রহমান, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা কৃষি অফিসার মো. ময়নুল ইসলাম সরকার, কৃষি প্রসম্প্রসারণ অফিসার ধীমান ভূষন (১), রাকি বহাসান (২), উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, জাহেদুর রহমান জাহিদ, কাহালু মডেল প্রেস কাবের সাধারণ সম্পাদক এম এ মতিন।
উল্লেখ্য যে, ২০ বর্গমিটার (হাফ শতক) জমিতে কাটারীভোগ ধান উৎপন্ন হয়েছে ১৪ কেজি। সেই হিসেবে ১ হেক্টর জমিতে কাটারীভোগ ধান উৎপন্ন হবে ৭ মেঃ টন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি