টেকনাফে আজ থেকে ১০ দিনের লকডাউন
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আরও দশ দিন ফের বিধিনিষেধ বা ‘লকডাউন’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে মহামারি পরিস্থিতি নিয়ে প্রশাসনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃপারভেজ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ‘কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে আবারেও ১০ দিনের (২১ মে থেকে ৩০ মে) জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এ উপজেলায় শুক্রবার (২১ মে) সকাল থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে উপজেলায় মাইকিং করা হচ্ছে।
তিনি বলেন, ‘লকডাউন সময়ে টেকনাফ থেকে কোনও লোক বাইরে এবং বাইরে থেকে কেউ ভেতর প্রবেশ করতে পারবে না। শুধু ওষুধের দোকান ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত হাট বাজার ও দোকানপাট খোলা থাকবে। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকবে।’
ইউএনও আরও জানান, বিকাল থেকে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবস্থা নিতে শুরু করেছে। পুরো উপজেলায় মাইকিং করে প্রশাসনের লকডাউন ঘোষণার প্রচার চালানো হয়েছে। এছাড়া প্রশাসনের সংশ্লিষ্টদেরও সিদ্ধান্ত কার্যকরে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রথমদিন থেকে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালতও।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অনলাইন ডেস্ক