সত্যেন্দ্র নাথের মৃত্যুতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের শোক প্রকাশ
বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়ার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী স্বর্গীয় সতীশ চন্দ্র দাসের বড় ছেলে পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদারের মামা শ্রী সত্যেন্দ্র নাথ দাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়ার নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে সংগঠনের পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়ের প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চেলোপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের সাবেক এই সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার দেব এবং সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। এছাড়াও শোক বিবৃতি দিয়েছেন, সংগঠনের পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি অতুল সাহা, সুজিত জয়সোয়াল, শংকর পালিত, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিথন রায়, দপ্তর সম্পাদক অরুপ রতন, কোষ্যধ্যক্ষ জীবন দাস, প্রচার সম্পাদক নীতি সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ধর্মভীরু একজন সমাজসেবক সত্যেন্দ্র নাথ দাসের মৃত্যুকালে বয়স ছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি অবশেষে বৃহস্পতিবার সকালে ভারতের কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং ঐ দিন রাতে ভারতের মাটিতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রেস বিজ্ঞপ্তি