অবশেষে আপোষ করার মাধ্যমে শেষ হলো হিন্দু মেয়েকে গোমাংস খাওয়ানোর কাহিনী
অবশেষে আপোষ করার মধ্য দিয়ে শেষ হলো বগুড়ায় সনাতন ধর্মালম্বী হিন্দুু মেয়েকে চাইনিজ রেস্টুরেন্টে চিংড়ি কারীর নিচে গোমাংস দিয়ে খাওয়ানোর কাহিনী।
গতকাল শুক্রবার রাতে বগুড়া সদর থানায় কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা মেয়েটির কাছ থেকে একটি মুচলেকায় স্বাক্ষর নিয়ে এ ঘটনার পরিসমাপ্তি ঘটান। এসময় রেস্টুরেন্টের মালিকও উপস্থিত ছিলেন। মুচলেকায় মেয়েটির কাছ থেকে লিখে নেয়া হয় তার কোনো অভিযোগ নেই।
এ ব্যাপারে মেয়েটির সাথে মুঠোফোনে কথা বলে জানা গেছে, তার কাছ থেকে মুচলেকায় স্বাক্ষর নেয়া হয়। যেখানে লেখা আছে তার কোনো অভিযোগ নেই।
ঘটনার বিবরনে জানা যায়, বগুড়া শহরে ‘সম্পাস ডাইন’ নামে একটি চায়নিজ রেস্তরাঁয়া এক সনাতন ধর্মাবলম্বী তরুণীকে চিংড়ি কারির সাথে গরুর গোশত মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠে। গত বৃহস্পতিবার বিকালে শহরে অভিজাত বিপনী বিতান রানার প্লাজা’র এ ঘটনা ঘটে। শুক্রবার ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোড়পাড় শুরু হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বগুড়া জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এ নিন্দা জানিয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ দে জানান, ওই তরুণী ও তার অভিভাবকদের ডেকে আনা হয়। এ নিয়ে পুলিশের সাথে বৈঠক হয়। সেখানেই এই ঘটনার আপোষরফা করা হয়।
জানা গেছে, বগুড়া শহরের নবাববাড়ি সড়কে ব্যবসায়ী সাইরুল ইসলামের মালিকানাধীন আধুনিক বিপনী বিতান রানার প্লাজা। এর ৭মতলায় গত বছরের ৮ নভেম্বর সাইরুল ইসলামের আধুনিক চায়নিজ রেস্তরাঁ ‘সম্পাস ডাইন’ উদ্বোধন করা হয়। সেখানে অভিজাত পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া করে থাকেন। বৃহস্পতিবার বিকালে বগুড়ার দুপচাঁচিয়ার এক তরুণী স্বজনদের সাথে ওই রেস্তরাঁয় খেতে আসেন। তিনি ওয়েটার আনন্দিকে ফ্রাইড রাইস ও চিংড়ি কারির অর্ডার করেন। খেতে নিয়ে ওই তরুণী দেখতে পান চিংড়ির সাথে গরুর গোশত মেশানো হয়েছে। সঙ্গে সঙ্গে তরুণী প্রতিবাদ করেন এবং বমি করে ফেলেন।
ভিডিওতে দেখা যায়, ওই তরুণী কান্নাকাটি করছেন, তিনি সম্পাস ডাইন’এর কর্তৃপক্ষের কাছে তাকে গরুর গোশত খাওয়ানের প্রতিবাদ করেন। তিনি এ ব্যাপারে কৈফিয়ত চান। তখন রেস্তরাঁর লোকজন বলেন, তারা জানতেন না তিনি (তরুণী) হিন্দু। তারা এ ঘটনায় সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। তরুণীকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়।

ষ্টাফ রিপোর্টার