বগুড়ার গাবতলীতে মৎস্যজীবি লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মৎস্যজীবি লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২২শে মে শনিবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্যজীবি লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আ’লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক পেস্তা মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিমন পাইকারের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক রাসেল আহম্মেদ কনক, সদস্য সচিব কামরুজ্জামান মানিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক আঃ গফুর, জেলা পরিষদের সদস্য ফয়সাল খান জনি, পৌর আ’লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক পবন সরকার, জেলা যুবলীগ নেতা রুমেল খান, সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক মহিদুল হাসান মডার্ণ, আবু সাহিন, উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক আঃ গফুর বিপ্লব সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মী।

ষ্টাফ রিপোর্টার