পঞ্চগড়ে কন্যারত্নদের নিয়ে ভার্চুয়াল সভা
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের কন্যারত্নদের সাথে ভাচুয়ালি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে আজ রোববার দুপুরে ওই সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত। ভার্চুয়ালি সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম সফিক, অভিভাবকদের মধ্যে মোশাররফ হোসেন বক্তব্য দেন। মাগুড়া ইউনিয়ন পরিষদ ভবনে সংযুক্ত ইউনিয়নের ৪০ জন কন্যারত্ন যোগ দেন। এখানে পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হাসনুর রশিদ বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী উপস্থিত ছিলেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু শাহিন মো. আসাদুজ্জামান কন্যারত্নদের কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান উপস্থিত ছিলেন।
এর আগে এলজিএসপি প্রকল্পের আওতায় পঞ্চগড়ের ১৭শ বাইসাইকেল প্রদান করেন স্কুলগামী ছাত্রীদের কন্যারত্ন নাম দিয়ে জেলা প্রশাসকের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। ওরা এখন কন্যারত্ন। প্রশাসনের দূত হিসেবে তারা তাদের সমবয়সীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিয়ের কুফল প্রচারে কাজ করছে। এজন্য তাদের প্রত্যেককেই দেয়া হয়েছে একটি করে বাইসাইকেল। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী প্রজন্মের মাঝে প্রজনন স্বাস্থ্য, শিক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে জুম অ্যাপসের মাধ্যমে এসব কন্যারত্নদের সচেতন করে গড়ে তোলা হচ্ছে। জেলা প্রশাসকের এই উদ্যোগ পঞ্চগড় জেলায় ব্যাপক সাড়া ফেলেছে।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের কন্যরত্ন আমাদের অ্যাম্বাসেডর, সুস্থ কিশোরী নিরাপদ আগামী’ প্রতিপাদ্য নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিয়ের কুফল সম্পর্কে কিশোরীদের সচেতন করা হচ্ছে। কন্যারত্নদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার এই কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। স্কুল পর্যায়ে বাল্য বিবাহ, যৌন হয়রানি, প্রজনন স্বাস্থ্য নিয়ে সংকোচ বোধ, স্যানিটেশনে অজ্ঞতা ও অবহেলা দূরীকরণে স্পীকার ড. শিরীন শারমিন, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকসহ সমাজ ও দেশে প্রতিষ্ঠিত নারীপুরুষরা জুম অ্যাপসের মাধ্যমে কন্যারত্নদের উৎসাহমুলক উপদেশ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। এতে কিশোরীদের মধ্যে আত্নবিশ্বাস সৃষ্টি হচ্ছে পাশপাশি বিদ্যালয়, পরিবার ও সমাজে জেন্ডার সংবেদনশীল মনোভাব তৈরি হচ্ছে।

পঞ্চগড় প্রতিনিধি