বগুড়ায় গাঁজাসহ এক যুবক গ্রেফতার
বগুড়ায় সদর পুলিশ ফাঁড়ির অভিযানে রবিবার ১ কেজি গাঁজাসহ শহরের স্টেশনরোড এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী হলেন, সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়া গ্রামের আজিজুল শেখের পুত্র নয়ন শেখ ওরফে সুকুমার (৩৩)।সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ ইসলাম রবি জানান, ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নয়ন ওরফে সুকুমার কে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নামে পূর্বের কোন মামলা না থাকলেও সে পেশাদার ব্যবসায়ী মর্মে তথ্য পাওয়া গেছে। দেশের বিভিন্নস্থান থেকে গাঁজা ক্রয় করে সে পুরিয়া আকারে বগুড়ায় গাঁজা বিক্রয় করে আসছিল।বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার