ধুনটে বাঙালি নদী থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার
বগুড়ার ধুনটে বাঙালি নদীর হেউটনগর এলাকা থেকে মোমতা খাতুন নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মোমতা খাতুন উপজেলার নিমগাছি ধলিপাড়া গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী।
নিহত মমতার ছেলে বেলাল হোসেন জানান, মোমতা খাতুন নিমগাছি ইউনিয়নের বয়স্কভাতা সুবিধাভোগী। রবিবার সকালের দিকে বয়স্ক ভাতার টাকা উত্তোলনের খোঁজখবর নেওয়ার জন্য মোমতা খাতুন বাড়ি থেকে নিমগাছি ইউনিয়ন পরিষদে যায়। সেখান থেকে একই এলাকার বেড়েরবাড়ি ফকিরপাড়া গ্রামে মেয়ে কল্পনা খাতুনের বাড়িতে যায় মোমতা।
রোববার বেলা ১১টার দিকে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির দিকে রওনা হয়। সোমবার দুপুরের দিকে বাঙালি নদীতে মোমতা খাতুনের ভাসমান মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কিভাবে মায়ের (মোমতা) মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলমান রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বৃদ্ধার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ষ্টাফ রিপোর্টার