পোরশায় মশিদপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা
নওগাঁর পোরশায় মশিদপুর ইউপির ২০২১-২০২২ইং অর্থবছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ।
সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শাহাদদ হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় বাজেট পাঠ করেন ইউপি সচিব একেএম মান্নান আহম্মেদ। ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৯,১৪,০৯০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩৯,১৪,০৯০ টাকা ।
বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩,৬৭,৬০,২০০ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩,৬৭,৬০,২০০ টাকা । বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ৪,০৬,৭৪,২৯০টাকা। এবং সর্বমোট ব্যায় দেখানো হয়েছে ৪,০৬,৭৪,২৯০টাকা।
উক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কামরুজ্জামান, দেউলিয়া মাদ্রাসা সুপার ইউনুছ আলী, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ ও গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি