পোরশা উপজেলায় নিরাপদ আম সংগ্রহের শুভ উদ্বোধন
নওগাঁর পোরশায় চলতি বছরের আম পাড়ার শুভ উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১০টায় পোরশা সদর মনিরুল হাসানের আম বাগানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ মনজুর মোর্শেদ চৌধুরী , গোপালভোগ আম পেড়ে আম পাড়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা , ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার মাহফুজ আলম, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল হাই সহ আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসন চলতি মৌসুমের আম সংগ্রহের সময় নির্ধারণ করে দেন। তবে এবার করোনা মহামারি ও দেরিতে আম পরিপক্ব হওয়ায় নওগাঁ জোর বৃহৎ আমের বাজার লাগতে দেরি হয়েছে এখন প্রায় আড়ত খুলতে শুরু করেছে এবং আম ব্যাপারী (পাইকাররা) আসতে শুরু করেছে। তবে অল্প কিছু দিনের মধ্যে ব্যাপক হারে আম কেনা বেঁচা শুরু হবে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: