তেতুঁলিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১জন,আহত ৩
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিসুর রহমান (২৬) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের তিন আরোহী। বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের গোয়ালগছ এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আনিছুর রহমান তেতুঁলিয়ার উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের চুচ্চুরিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার সহকারি শিক্ষক এবং সিপাইপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। দূর্ঘটনায় আহত হন একই উপজেলার সর্দারপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে নওশাদ আলী (৩০), একই এলাকার সজিব (১৪) এবং গোয়ালগছ এলাকার আবু সাঈদ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আনিছুর রহমান তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। গোয়ালগছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যান। গুরুতর আহতদের স্থানীয়রা দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় নওশাদ আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি আবু সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড় প্রতিনিধি