ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ জন।
আজ শুক্রবার সকালে উপজেলা নান্দাইল চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাবুদ্দিন (৫০) ও একই এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৭০)। আহত যাত্রী হলেন নান্দাইলের শিমুলতলা গ্রামের আবুল হাশেমের ছেলে মজিবুর রহমান (৩৫)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা তিন জনই ইজিবাইকের যাত্রী ছিলেন।
জানা যায়, নান্দাইল চৌরাস্তা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কেন্দুয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ হলে যাত্রী আব্দুল খালেক ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত হন শাহাবুদ্দিন ও মজিবুর রহমান নামে আরও দুই যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিননকে মৃত ঘোষণা করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক