বগুড়ায় নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জয়নাল আবেদীন (৭০) নামে এক নৈশ্যপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকালে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া মাদরাসার শ্রেণিকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জয়নাল শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ।
জানা গেছে, ইতোপূর্বে মৃত নৈশপ্রহরীর ছেলে আবুল কাশেম ওই মাদরাসার নৈশপ্রহরী হিসেবে নিযুক্ত ছিল। কাশেম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছেলের পরিবর্তে বাবা ওই মাদরাসার নৈশপ্রহরী হিসেবে নিযুক্ত হন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় বাড়ি ফেরার কথা থাকলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়ি না ফেরায় ছেলে মাদরাসায় গিয়ে তার বাবার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, কী কারণে ওই নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

অনলাইন ডেস্ক