বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ফল্টু (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফল্টু গাবতলী উপজেলার চকরাধিকা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
জানাগেছে, গাবতলী থেকে মোটরসাইকেলযোগে শেরপুরের দিকে যাওয়ার সময় শাজাহানপুর উপজেলা পরিষদ এলাকায় পিছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা শাহাদত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই শাহাদত হোসেন জানান, ট্রাকটি মোটরসাইকেল কে চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা যায়নি।

অনলাইন ডেস্ক